কক্সবাজার -টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা যাত্রীবাহি অটোরিকশা গাড়ী তল্লাশী চালিয়ে এক হাজার নয়শত পিস ইয়াবা সহ এক নারীকে আটক করেছে। শনিবার সকাল ১১টার সময় এ অভিযান চালানো হয়। আটককৃত নারী হলেন চকরিয়া উপজেলার উওর হারবাং গ্রামের ইসমত আরা বেগম (৪৫)।শনিবার বিকালে কক্সবাজারেরর রামু থানায় সোপদ্দ করা হয়েছে। মরিচ্যা যৌথ চেকপোস্টের নায়েব সুবেদার মো:নজরুল ইসলাম বলেন শনিবার সকালে উখিয়া থেকে কক্সবাজার গামী যাত্রীবাহি অটোরিকশা গাড়ী তল্লাশী চালিয়ে ইয়াবা সহ এক নারীকে আটক করা হয়।