অভিনয় ক্যারিয়ারে এবারই প্রথম পুলিশ কমিশনারের চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পারাজ। সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘সিক্রেট এজেন্ট’ ছবিতে এমনই রূপে দেখা যাবে চলচ্চিত্রের দাপুটে এই অভিনেতাকে।
বাপ্পারাজ বলেন, ‘এবারই প্রথম পুলিশ কমিশনারের চরিত্রে অভিনয় করছি। যদিও এটি অতিথি চরিত্র। আজ উত্তরায় এর শুটিং চলছে। “সিক্রেট এজেন্ট”র গল্পটা সুন্দর। আশা করি, দারুণ কিছু হবে।’
‘সিক্রেট এজেন্ট’ ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন বাপ্পি চৌধুরী ও নবাগত উষ্ণ হক। গত রোববার থেকে শুরু হয়েছে এর দৃশ্যধারণের কাজ।
নির্মাতা সাফি উদ্দিন সাফি জানান, এটি তার ক্যারিয়ারে ২৫তম ছবি। অ্যাকশন থ্রিলার গল্পের ছবি এটি। এতে পুলিশের এজেন্ট হিসেবে দেখা যাবে বাপ্পিকে। আর তার প্রেমিকা উষ্ণ। টানা শুটিং করে খুব শিগগিরই ছবির কাজ শেষ করা হবে। আর চলতি বছরই মুক্তি পাবে ‘সিক্রেট এজেন্ট’।
এদিকে, ‘পোড়ামন-২’ ছবিতে সবশেষ অভিনয় করেন বাপ্পারাজ। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি নির্মাণ করেন রায়হান রাফি। ছবির গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। ২০১৮ সালের ঈদুল ফিতরে ‘পোড়ামন-২’ মুক্তি পায়।