সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় তিনজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (২৯ জানুয়ারি) রাতে জেদ্দা শহরের বাইরে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ফয়সাল আহমেদ।
তিনি বলেন, জেদ্দা শহরের বাইরে এক সড়ক দুর্ঘটনায় তিনজন বাংলাদেশি নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি। তিনি বলেছেন, খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে।