উখিয়া উপজেলা শ্রমিক কল্যাণ সমবায় সমিতির পক্ষ থেকে সড়ক দূর্ঘটনায় নিহত সমিতির সদস্য টমটম চালক হাজীর পাড়া গ্রামের মুফিজুর রহমান প্রকাশ সোনা মিয়া ও ফলিয়াপাড়া গ্রামের মোঃ কালুকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা মৃত্যু ভাতা প্রদান করা হয়েছে।
শুত্রুবার বিকাল ৪ টায় সমিতির কার্য্যালয়ে মৃত্যু ভাতা চেক প্রদান অনুষ্টানের আয়োজন করা হয়। অনুষ্টানে নিহত মুফিজ প্রকাশ সোনা মিয়ার স্ত্রী ও মোঃ কালুর স্ত্রী দুই জনের হাতে সমিতির পক্ষ থেকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। চেক প্রদান অনুষ্টানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মামুন চৌধুরী,সহ সভাপতি জয়নাল,সাধারন সম্পাদক খোকন, কোষাধ্যক্ষ নুরুল আলম ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী।