শুক্রবার সকালে মহাখালী ওয়্যারলেস এলাকায় সাইদুর রহমান নামে এক স্থানীয় অধিবাসী জানান, গত এক মাস ধরে নির্বাচনী প্রচার চলেছে। দিনভর চলেছে মাইকিং। প্রার্থীদের নাম করে জনপ্রিয় সব গান বিকৃত করে চলেছে প্রচার। এ ধরনের প্রচারে একদিকে যেমন শব্দদূষণ হয়েছে, তেমনি নগরবাসীর বিরক্তিও ছিল। এসব বন্ধ হয়ে যাওয়ায় এখন মনে হচ্ছে অন্য এক নগরীতে আছি।
শুক্রবার দুপুরে কথা হয় শ্যামপুর পোস্তগোলার চা দোকানদার মো. শফিকের সঙ্গে। তিনি বলেন, পুরো এক মাস ব্যবসা ভালো ছিল। দিনভর ছিল মানুষের ভিড়। তা ছাড়া নির্বাচন নিয়ে আড্ডা শুরু হলে সেটা যেন আর শেষ হতো না। এতে করে চা বিক্রিও বেড়ে যেত। কিন্তু আজকের চিত্র তার উল্টো যোগ করেন চা বিক্রেতা শফিক।
নগরীর বিভিন্ন রাজপথে এখন মোটরসাইকেলের দৌরাত্ম্য বেড়ে গেলেও শুক্রবার নগরীর চিত্র ছিল ভিন্ন। এদিন সড়কে মোটরসাইকেল ছিল না বললেই চলে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকায় এমন চিত্র দেখা গেছে। সড়কে যে দু-একটি মোটরসাইকেল দেখা গেছে, তাদের ঠেকাতে পুলিশ ছিল তৎপর।