চট্টগ্রামের পটিয়ায় থানাহাজত থেকে পালিয়েছেন লাইজু বেগম নামের এক ইয়াবা ব্যবসায়ী। এ ঘটনায় থানার এএসআইসহ তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) ভোররাতে থানাহাজত থেকে ওই নারী কৌশলে পালিয়ে যান বলে জানান পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন। তিনি নিজেকে ঢাকার একটি দৈনিকের স্টাফ রিপোর্টার হিসেবে পরিচয় দেন।
ওসি জানান, লাইজু বেগমের বাড়ি বরগুনা জেলায়। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী একটি বাসে করে লাইজু পটিয়ায় আসেন। পোস্ট অফিস মোড়ে সন্দেহজনক ঘোরাঘুরির সময় তাকে ইয়াবা রাখার দায়ে আটক করা হয়।
লাইজু বেগম আটকের পর নিজেকে একটি দৈনিকের স্টাফ রিপোর্টার হিসেবে পরিচয় দেন। থানায় নেয়ার পর তিনি স্বীকার করেন তার পেটের ভেতর ইয়াবা আছে। দ্রুত এক্সরে করার পর ইয়াবার সন্ধান পাওয়া যায়। এরপর পেট থেকে ১৯০০ পিস ইয়াবা বের করা হয়। ভোরে থানা থেকে তাকে জানানো হয় লাইজু বেগম পালিয়ে গেছেন।
ওসি আরো জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার থানা পরিদর্শনে এসেছিলেন। প্রাথমিক তদন্তের পর দায়িত্বে অবহেলার জন্য থানার এএসআই ও ডিউটি অফিসার সামছুদ্দিন এবং হাজতের পাহারাদার বাকি দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। পালিয়ে যাওয়া ইয়াবা ব্যবসায়ী লাইজুকে গ্রেফতারের চেষ্টা চলছে।