সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগে মো. মাহমুদুল হাসান বেলাল (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। গতকাল সোমবার রাতে রংপুর নগরীর জাহাজ কোম্পানির মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি সেনাবাহিনীর বিভিন্ন নিয়োগে নিজেই অবৈধভাবে নিয়োগপত্রে সিল ও স্বাক্ষর দিয়ে টাকা হাতিয়ে নিতেন।
মঙ্গলবার দুপুরে র্যাব-১৩-এর মিডিয়া অফিসার মেজর সৈয়দ ইমরান হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১৩-এর একটি বিশেষ দল সোমবার রাতে রংপুর মহানগরীর জাহাজ কোম্পানী এলাকা থেকে বেলালকে গ্রেপ্তার করে। তিনি নীলফামারীর জলঢাকা উপজেলার শৌলমারী সরকারপাড়া এলাকার মো. নুরুল ইসলামের ছেলে।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তি ও তার কয়েকজন সহযোগী দীর্ঘদিন থেকে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছেন বলে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।