মাদকবিরোধী বিশেষ অভিযানে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ২০০ পিস ইয়াবাসহ মো. রায়হান (২০) নামে এক যুবককে আটক হয়েছে পুলিশের হাতে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হয়।
এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদে উপজেলার চাগাচর রাস্তার মাথা সংলগ্ন কবরস্থান এলাকা থেকে ইয়াবাসহ ওই যুবককে আটক করে দোহাজারী তদন্ত কেন্দ্রের পুলিশ।
আটক রায়হান কক্সবাজার জেলার উখিয়া থানার পালংখালী ইউনিয়নের ঘোনারপাড়া এলাকার আবুল মনজুরের ছেলে।
দোহাজারী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (আইসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, মঙ্গলবার রাতে গোপন তথ্যে সঙ্গীয় ফোর্সসহ চাগাচর রাস্তার মাথা সংলগ্ন কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ডান পায়ের হাঁটুর সঙ্গে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক রায়হানের বিরুদ্ধে চন্দনাইশ থানায় মাদকের মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।