প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং স্থায়ী প্রত্যাবাসন নিশ্চিতে ইতালিসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর অব্যাহত সমর্থন চেয়েছেন
বুধবার (৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাতে ইতালীর প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তের সাথে বৈঠক শেষে ৯ দফা যৌথ বিবৃতিতে শেখ হাসিনা একথা বলেন।
বিবৃতিতে বলা হয়, ‘‘দু’পক্ষই রোহিঙ্গা সমস্যার বিষয়ে ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানায়। এতে জানান হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন।’’
বৈঠকে দুই প্রধানমন্ত্রীর মধ্যে নানান বিষয়ে আলোচনা হয়।
ইতালীয় প্রধানমন্ত্রী ভবিষ্যতে বাংলাদেশের সম্পর্ক আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন।
ইতালির প্রধানমন্ত্রী কন্তে বলেন, আগামী দিনে ইউএনএইচসিআর এর মাধ্যমে বাংলাদেশে রোহিঙ্গাদের ১০ লাখ ইউরো অর্থ সহায়তা দেবে তার দেশ।
দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতির কথাও জানান তিনি।