দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি বলেছেন, নতুন পুরাতন মিলে প্রায় ১১ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে আর্থসামাজিক ও পরিবেশের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, রোহিঙ্গারা বাংলাদেশে এ পর্যন্ত আর্থ সামাজিক, স্থানীয় মানুষের সমস্যা এবং জলবায়ুর ওপর যে বিরূপ প্রভাব ফেলে সার্বিকভাবে যে ক্ষতি করেছে, তা ছয় বিলিয়ন (৬০০ কোটি) ডলারের বেশি।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) কক্সবাজারে অনুষ্ঠিত সকল উন্নয়ন সহযোগী সংস্থা, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে পর্যালোচনা সভা শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ত্রাণ প্রতিমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে এ পর্যন্ত আট হাজার এক একরেরও বেশি বন ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিক মূল্যে এই ক্ষতির পরিমাণ প্রায় আড়াই হাজার কোটি টাকা।
শরনার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মাহবুবুল আলম তালুকাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এবি তাজুল ইসলাম এমপি, সদস্য মাসুদ উদ্দিন এমপি, মীর মোস্তাক হোসেন এমপি, জুয়েল আরিফ এমপি ও মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল উপস্থিত ছিলেন।