বিএনপিকে বিষাক্ত সাপ আর জামায়াতকে মানুষরূপী দানব বলে উল্লেখ করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। শনিবার সকালে ময়মনসিংহ জেলা ও মহানগর জাসদের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ময়মনসিংহে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত ওই কাউন্সিলে ইনু বলেন, ‘ফাঁসি-কারাভোগের পরও বিএনপি এখনো জামায়াতকে তাদের দেহ থেকে বের করে দেয়নি। বিএনপি হচ্ছে রাজনীতির বিষাক্ত সাপ, আর জামায়াত-জঙ্গিরা হচ্ছে মানুষরূপী দানব। এই বিষাক্ত সাপ ও দানবরা রাজনীতির মাঠ পুনরুদ্ধারে অপচেষ্টা চালাচ্ছে। ’
জাসদ সভাপতি আরও বলেন, ‘জঙ্গি আগুন-সন্ত্রাস দমন করে মুক্তিযুদ্ধের চেতনার ধারায় দেশকে প্রত্যাবর্তন করতে হবে। জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার পুনরুত্থানের চক্রান্ত হচ্ছে জাতির বিপদ এবং বৈষম্য হচ্ছে জাতির বেদনা। এই অভিশাপ, বিপদ-বেদনা থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে দুর্নীতি-দলবাজি-বৈষম্য এর অভিসাপ থেকে দেশকে বাঁচাতে সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।’
জেলা জাসদ সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে আরও বক্তব্য দেন জাসদের স্থায়ী কমিটির সদস্য নাদের চৌধুরী, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, জেলা জাসদ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন ও মহানগর সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু।