উখিয়া প্রেসক্লাব থেকে প্রকাশিতব্য স্মরণিকা “দর্পন”এর জন্য লেখা আহবান করা হচ্ছে। প্রবন্ধ, গল্প, ছোট গল্প, কবিতা ছাড়াও বিষয়ভিত্তিক লেখা হতে পারে। আগ্রহীদের আগামী ২০ ই ফেব্রুয়ারী ২০২০ ইং তারিখের মধ্যে Rafiquddinbabul@gmail.com/ Mokoluk650@gmail.com এই ঠিকানায় লেখা পাঠাতে অনুরোধ করা হইল।
যোগাযোগ সম্পাদক মোবাইল:- ০১৮১৯-৬৩৩০৭৯ /০১৮১৮-১০৪১৪৭
উল্লেখ্য যে, আগামী ৫ মার্চ উখিয়া প্রেসক্লাবের বার্ষিক প্রীতিভোজ ও দর্পন নামের একটি স্মরণিকা আনুষ্টানিকভাবে আত্বপ্রকাশ করবে।