চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় এলজি ও কয়েক রাউন্ড কার্তুজসহ মো. আলী হোসেন (১৯) নামে শিবিরের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাটহাজারী উপজেলার দক্ষিণ বুড়িশ্চর আজিজিয়া মাজারের ইমাম সাহেবের ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় পুলিশ বিপুল পরিমান বই, একটি এলজি ও কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার করে।গ্রেফতারকৃত মো. আলী হোসেন বাঁশখালী থানাধীন জলদি ইউনিয়নের দারোগা বাজার কালু সওদাগরের বাড়ির মৃত কালা মিয়ার পুত্র।
পুলিশ জানায়, দক্ষিণ বুড়িশ্চর আজিজিয়া মাজারের পূর্ব পাশে ইমাম ইকরাম সাহেবের ২য় তলার ভাড়া দেয়া বাসায় শিবিরের কয়েকজন সদস্যের উপস্থিতি দেখে স্থানীয়রা বাড়িটি ঘেড়াও করে পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলী হোসেনকে আটক করে। বাকীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে আলী হোসেনের স্বীকারোক্তিতে ওই বাসার রান্নাঘর থেকে দেশীয় তৈরি একটি এলজি উদ্ধার করা হয়।
হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দীন জাহাংগীর বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলারবুড়িশ্চর এলাকা থেকে জিহাদি বই ও অস্ত্রসহ মো. আলী (৩০) নামের শিবিরের একক্যাডারকেগ্রেফতার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, বুড়িশ্চর এলাকার একটি ঘরে জঙ্গি কার্যক্রম চলে এমন সংবাদের ভিত্তিতে পুলিশঅভিযান চালায়। অভিযানকালে ওই ঘরে পাঁচজন থাকলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে চারজন পালিয়ে যায়।