উপজেলার রাজাপালং ইউনিয়নের মধুর ছড়া এলাকায় উখিয়ার বরেণ্য রাজনীতিক পরিবারের সন্তান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর করিব চৌধুরী প্রতিষ্টিত জাহাঙ্গীর কবির চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণী অনুষ্টান সোমবার স্কুল প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।
প্রতিষ্টাতা জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর,বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে রাজাপালং ইউনিয়নের ইউপি সদস্য বিশিষ্ট সমাজসেবক মৌলভী বখতিয়ার আহম্মদ, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহাদাৎ হোসেন আকন্দ, প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিক উদ্দিন বাবুল,উখিয়া নিউজ ডটকম সম্পাদক ওবাইদুল হক চৌধুরী,এশিয়া ব্যাংক ম্যানেজার হারুনুর রশিদ। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার কামাল উদ্দিন,উখিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার হারুনুর রশিদ প্রমুখ। পুরো অনুষ্টানটি সঞ্চালনা করেন ইফতিয়াজ নুর নিশান।
অনুষ্টানে বক্তরা মনোরম ও সুন্দর পরিবেশে গড়ে উঠা এ প্রতিষ্টানের সাফল্য কামনা করেন। পাশাপাশি অবহেলিত মধুরছড়া এলাকার ছেলেমেয়েদের শিক্ষার জন্য স্কুল প্রতিষ্টা করার জন্য উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরীর ভূয়সী প্রশংশা করেন।