আত্মীয়ের জানাজায় অংশগ্রহণ করতে যাওয়ার পথে লাশ হলেন মাদ্রাসা শিক্ষক মোজাম্মেল হক। সোমবার সকাল ৭টার দিকে ময়মনসিংহের গৌরীপুর-রামগোপালপুর সড়কে বাহাদুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সকালে মোজাম্মেল হক তার বড় মায়ের জানাজায় অংশগ্রহণ করতে মোটরসাইকেলযোগে নেত্রকোনার পূর্বধলা থেকে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। পথে ট্রাকের ধাক্কায় প্রাণ হারান তিনি।
মোজাম্মেল ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের মৃত আবেদ আলীর ছেলে। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার গোয়ালাকান্দা ইউনিয়নের মানিকদী গ্রামে একটি এবতেদায়ি মাদ্রাসার শিক্ষক ছিলেন।