একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে উখিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মকবুল হোসেন মিথুনের নেতৃত্বে ছাত্রলীগ নেতৃবৃন্দ।
বিশাল মিছিল নিয়ে ছাত্রলীগ নেতৃবৃন্দ উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আলমগীর নিশা, সাইদুল আমিন টিপু,মোহাম্মদ ইছহাক, সাইফুল,রাজাাপালং ইউনিয়নের সভাপতি আলমগীর ফরিদ নিঝুম,সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, নিশান,কাসেম,ইলিয়াস,জুয়েল প্রমুখ।
এর আগে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে প্রথমে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদিতে পুস্পমাল্য অর্পন করেন।
উল্লেখ্য, উখিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মকবুল হোসেন মিথুন পায়ের অপারেশন নিয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে পুস্পমাল্য অর্পন করেন শহীদ বেদিতে।