পল্লী বিদ্যুতের দালালদের প্রকাশ্যে নিয়ে এসে দুদকের মামলা দায়েরের দাবি জানিয়েছেন বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে বালিয়াডাঙ্গী জোনাল অফিস উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য প্রদানের সময় এ দাবি জানান।
তিনি বলেন, পল্লী বিদ্যুতের গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ পেতে মিটার প্রতি ৭ থেকে ৯ হাজার গুনতে হয়েছে দালালচক্রের পাল্লায় পড়ে। আমরা এলাকা বিদ্যুৎ উদ্বোধন অনুষ্ঠানে গেলে গ্রাহকরা মুখের উপর বলে দেয় টাকা দিয়ে বিদ্যুৎ নিয়েছি। আপনারা তো দেননি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঠাকুরগাঁও আসনের সাংসদ মো. দবিরুল ইসলামের অক্লান্ত পরিশ্রমের ফল এলাকায় শতভাগ বিদ্যুৎ। অথচ দালাল চক্রের জন্য আজ এত বড় উন্নয়ন
ম্লান।
তিনি আরও বলেন, গ্রাহকদের মুখে মুখে একটাই কথা। দালাল ছাড়া পল্লী বিদ্যুৎ অফিসে কোনো কাজ হয় না। আজকে যদি দালালমুক্ত কার্যক্রম পল্লী বিদ্যুৎ সমিতি পরিচালনা করতে পারতেন। উদ্বোধনী অনুষ্ঠানে মানুষের জায়গা দিতে পারতে না। গ্রাহকরা এতটা হয়রানি যে, এত বড় একটা পাওয়া, বালিয়াডাঙ্গী জোনাল কার্যালয়ের উদ্বোধন, এখানে মাত্র গুটি কয়েক মানুষ উপস্থিত হয়েছে। দালাল চক্রের হাত থেকে গ্রাহক হয়রানি বন্ধে পল্লী বিদ্যুত সমিতি ও সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমনের সভাপতিত্বে জোনাল অফিসের উদ্বোধন করনে প্রধান অতিথি ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. দবিরুল ইসলাম।
এ সময় ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবু আশরাফ মো. ছালেহ, উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুত সমিতির বোর্ড সভাপতি নাসিরউদ্দিন, সহসভাপতি আব্দুর রাজ্জাক, জেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া পারভীনসহ পল্লী বিদ্যুৎ সমিতির অন্যান্য কর্মকর্তারাসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।