কার কথা কে শুনে ! উখিয়ায় সড়কের উন্নয়ন কাজ চলছে,ফলে সড়কে উড়ছে ধুলাবালি, সিডিউলে কাজ চলাকালীন সকাল বিকাল পানি ছিটানোর কথা থাকলেও ঠিকাদারের হুশ নেই। ঠিকাদারকে হুশ করার জন্য বেশ কয়েকবার বলার পর কয়েকদিন এসেছিল পানির গাড়ী। দুই একদিন বিকাল বেলা পানি ছিটানোর পর সেই পানির গাড়ী আবার লাপাত্তা। এদিকে অত্যাধিক ধুলাবালিতে জনজীবন দূর্বিষহ পড়েছে। জনগনের শ্বাসকষ্ট বেড়েছে। বাড়ছে রোগব্যাধি। বিশেষ করে স্কুল,কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা চরম ভোগান্তিতে। বেকায়দায় উখিয়াবাসি। আমরা বলে যাচ্ছি,কিন্ত কে শুনে কার কথা!- কথা ও ছবি সরওয়ার আলম শাহীন
